All posts by Niloy Sutradhar

FREE FIRE LAG FIX | ৯৯% এন্টিব্যান ল্যাগ ফিক্স CONFIG

FREE FIRE LAG FIX | ৯৯% এন্টিব্যান ল্যাগ ফিক্স CONFIG FOR LOW DEVICE

তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক

Free Fire!!

আজ দেখাবো কি ভাবে আপনারা লো ডিভাইসে Free Fire কোন ল্যাগ হ্যাং ছাড়া স্মুথ গ্রাফিক্সে খেলতে পারবেন। এটা করতে একটা কনফিগ ফাইল ব্যাবহার করবো। যা ৯৯% এন্টিব্যান রিয়াল আইডিতে ব্যাবহার করা যাবে।

তারপরও কোন ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি থাকবো নাহ

1gb/2gb Phone Lag/Hang Solve?

Let’s Start

প্রথমে Config File Download করে নিন

➤ Download File 
[h2]Click Here To Download

➤ওকে এবার আপনার ফোন মেমোরিতে প্রবেশ

১/ এবার ডাউনলোড করা ফাইল টায় ক্লিক করেন


করে।

com.dts.freefireth

 এ ফোল্ডার টি ডিলেট করে দেন।

২/view ক্লিক করেন

৩/

com.dts.freefireth

 এ Long Click করে Copy করেন

৪/ফোন মেমোরি 

Android

 Folder এ প্রবেশ করেন

৫/

data

 Folder এ প্রবেশ করেন

৬/এখানে ক্লিক দিয়ে Past করেন

Done

আর হ্যা এটা আপনার গেম ব্যাকগ্রাউন্ড / এনিমেশন সব অফ করে দিবে। এমন কি গেমের মধ্যের এক্সট্রা স্কিন সব ব্লার করবে।

তাই কোন স্কিন ডাউনলোড দিয়েন নাহ!

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

Happy Gaming

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

শনি গ্রহের ১০ টি অবাক করা তথ্য

শনি বা saturn সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, দূরত্বের দিক দিয়ে এর অবস্থান ষষ্ঠ। সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে শনি গ্রহ একটু ব্যতিক্রম। হেয়ার চারদিকে ঘিরে থাকা আশ্চর্য রিং বা বলয় অন্যান্য গ্রহ থেকে এক ইউনিক লোক দিয়েছে। যার কারণে শনি গ্রহ, The jewel of the solar system. বা সৌরজগতের রত্ন বলা হয়ে থাকে ।চলুন সৌরজগতের মোস্ট বিউটিফুল গ্রহ সুমনের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জানা যাক:
১/ শনির নামকরণ 
শনি গ্রহের নামকরণ করা হয় প্রাচীন যুগের রোমানীয়া ঈশ্বরের নামে যিনি আরেক রোমানীয়া ঈশ্বর জুপিটারের পিতা ছিলেন। তথ্যটি প্রথম রেকর্ড করা হয় অষ্টম শতাব্দীতে।

২/ আয়তন 

সনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটা পৃথিবীর থেকে প্রায় দশ গুণ প্রশস্ত। শনি গ্রহ এতই বড় যে, এইটি অনায়েসে ৭৫০ টি পৃথিবী একসাথে এর ভেতরে ধারণ করতে পারবে।

৩/ গ্যাসীয় গ্রহ

শনিকে একটি গ্যাসীয় বলের সাথে তুলনা করা যায়। কারণ এত বড় গ্রহ হওয়া সত্ত্বেও পুরোটা জুড়ে শুধুমাত্র গ্যাস। শনিতে কোন সলিড জায়গা নেই যেখানে আপনি পদার্পণ করতে পারবেন না। শনি গ্রহ প্রধানত হিলিয়াম গ্যাস দ্বারা ভরপুর ।

৪/ শনি গ্রহ পানিতে ভাসতে পারে

শনি গ্রহ শুধুমাত্র গ্যাস দ্বারা আবৃত এবং এর ঘনত্ব পানির চেয়েও কম। তাই আপনি যদি এমন একটি বড় পাত্র তৈরি করতে পারেন যেখানে শনি গ্রহ টি রাখা যায় এবং পাত্রটি যদি পানি দ্বারা পূরণ করতে পারেন তাহলে দেখতে পারবেন শনি গ্রহ পানিতে ভাসছে।

৫/ শনির রিং বা বলয়

শনির চারদিক থেকে ঘিরে থাকা এর রিং বা বলয় একে সৌরজগতের ইউনিক গ্রহ হিসেবে পরিচিতি দেয়। আপনি যখন ছবিতে এর রিং গুলো দেখবেন আপনি হয়ত ভাববেন এগুলো কোন সলিড পদার্থ দ্বারা তৈরি, কিন্তু আসলে তা না। শনির ৭ টি গ্রুপে ৩০+ টি রিং রয়েছে। শনির রিংগুলো তৈরি হয়েছে চারপাশের ময়লা-আবর্জনা দ্বারা। শনি গ্রহ এত দ্রুত ঘুরছে যে, এর চারপাশের পাথর, বরফ এবং অন্যান্য ময়লা ঘূর্ণনের ফলে রিং এর মত তৈরী করে ফেলেছে।

৬/ শনির চাঁদ

এখন পর্যন্ত শনিতে ৬৭ টি চাঁদ আবিষ্কৃত হয়েছে। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে শনিতে অবস্থিত। শনি গ্রহের এইসব উপগ্রহের প্রাউড অনার।

৭/ টাইটানে উড়তে পাড়া

টাইটান শনির সবচেয়ে বড় চাঁদ বা উপগ্রহ। টাইটানের মাধ্যাকর্ষণ শক্তি খুবই দুর্বল এবং এর বায়ুমণ্ডল খুবই হালকা। যার ফলে আপনি টাইটানে অনায়েসেই পাখির মতো উড়তে পারবেন। ব্যাপারটা সত্যিই খুব মজাদার…।

৮/ দ্রুততর আবর্তন

সোলার সিস্টেম বৃহস্পতি গ্রহের পরেই শনি গ্রহ অক্ষের এর উপর সবচাইতে দ্রুত গতিতে আবর্তন করেন। এত বড় গ্রহ হওয়া সত্বেও এটি তার নিজের অক্ষের উপর আবর্তন করতে মাত্র ১০ ঘন্টা ৩৪ মিনিট সময় লাগে যেখানে পৃথিবীতে লাগে ২৪ ঘন্টা। এটি ৬২০০ মাইল প্রতি ঘন্টা গতিতে এর নিজের অক্ষের উপর আবর্তন করেছে।

৯/ সো ফাস্ট, সো স্লো

শনি গ্রহ যেমন দ্রুত গতিতে নিজের অক্ষের ওপর আবর্তন করে তেমনি অত্যন্ত ধীর গতিতে সূর্যের চারদিকে আবর্তন করে। এটা ততটাই স্লো ভাবে সূর্যকে পদক্ষিণ করে যে। সূর্যের চারদিকে একবার আবর্তন করতে এর প্রায় ২৯.৭ বছর সময় লাগে যায় , আর যেখানে পৃথিবীতে মাত্র ৩৬৫ দিন সময় লাগে।

১০/ পৃথিবীর সাথে তুলনা করা যায় না

আপনি কখনো পৃথিবীর সাথে শনি গ্রহের তুলনা করবেন না। কারন, প্রথমত শনিগ্রহ আমাদের থেকে দশ গুণ প্রশস্ত। তাছাড়া শনি গ্রহ এতটাই বড় যে এটা পৃথিবীর মতো ৭৫০ টি গ্রহ এর ভেতরে অনায়াসে ধারণ করে নিতে পারে।

বন্ধুরা আজকে এ পর্যন্তই, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

আপনার Samsang ফোনে কম্পিউটারের মতো মাউস ব্যাবহার করুন কোনো App ছাড়াই।সাথে আরো গোপন Setting

আজকে Samsung ফোনের একটা গোপন Setting দেখাবো যার মাধ্যামে আপনি কম্পিউটারের মতো মাউস ব্যাবহার করতে পারবেন আরো অনেক কিছু।
যেমন
১।Screenshot নিতে পারবেন
২।volume কমাতে বাড়াতে পারবেন
৩।ফটো বা ভিডিও জুম করতে পারবেন
৪।Power of/rebot করতে পারবেন।
৫।এক পেইজ থেকে অন্য পেইজে যেতে পারবেন
মোট কথা আপনার Samsung ফোনের যে কোনো বাটনের কাজ করতে পারবেন,
আরো অনেককিছু আছে ব্যবাহার করলেই বুঝবেন।
তো ১ম এ Setting এ জান
তারপর

তারপর

তারপর

এখন চালু করে এই বাটন এ ক্লিক করুন তাহলে এখান থেকে যেকেনো অপশন ব্যাবহার করতে পারবেন তাও আমি কিছু দেখিয়ে দিলাম

স্যাটেলাইটের সাহায্যে মােবাইল দিয়ে আপনার ঘরবাড়ি , রাস্তাঘাট , তাছাড়া বিশ্বের যেকোনাে জায়গা দেখেনিন

আমি আপনাদের দেখাবাে কিভাবে । আপনারা মােবাইল দিয়ে আপনাদের ঘরবাড়ি , রাস্তাঘাট অথবা যেকোনাে জায়গার ছবি দেখবেন । তাে এটা করা জন্য গুগল ম্যাপসের মতাে একটা স্যাটেলাইট এ্যাপস লাগবে , যার সাহায্যে আপনি । আপনার অবস্থানের ঘরবাড়ি , রাস্তাঘাট দেখতে পারবেন । তাছাড়া সার্চ দিয়েও বিশ্বের যেকোনাে জায়গার ছবি দেখতে পারবেন । তাে চলুন শুরু করা যাক , প্রথমে এ্যাপসটি ইনস্টল করেনিন , ইনস্টল করতে এখানে ক্লিক করুনhttps://play.google.com/store/apps/details?id=com.avenueinfotech.locationmaps তারপর মােবাইলের সেটিংসে যান

আশাকরি আপনার বুঝতে পেরেছেন না । বুঝলে অবশ্যই কমেন্ট করুন । পােষ্টে ভুলত্রুটি হলে ক্ষমা করবেন ।

Airtel new offer

এয়ারটেলে এখন পাচ্ছেন মাত্র 29 টাকায় 1 জিবি তাছাড়া আপনি এটেল এ পাচ্ছেন অনেক কম রেটে অনেক এমবি এবং আপনার ইন্টারনেট স্পিড ও দ্রুত চলবে আর , কথা না বাড়িয়ে এখনই দেখাবো কিভাবে এমবি কিনতে হবে এমবি কিনতে

ডায়াল করুন *123*029#

এমবি চেক দিতে ডায়াল করুন *8444*88#

আজকে এ পর্যন্তই অন্য একদিন আরো ভালো মানের পোস্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন গুড বায়

অসাধারণ একটি গেমস

অসাধারণ একটি গেমস জার নাম হল brawl stars এটা আমাদের সবার মাঝে অনেক জনপ্রিয় এটা আমরা অনেকেই খেলে থাকে সুপারসেল কোম্পানির সবচেয়ে ভালো গেম সোলো brawl stars এই গেমসটি আমাদের মাঝে খুব জনপ্রিয় তা ছাড়া দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে আপনিও দেরি না করে আমাদের মতো এই গেমস এ জয়েন দিন

এই গেমটি অনেক মজাদার আরো কিছু পিকচার

দেরি না করে এক্ষুণি খেলা শুরু করুন

এইটা আমরা বুঝি না


https://cdn.ampproject.org/v0/amp-auto-ads-0.1.js
নুপুরের দাম হাজার টাকা , কিন্তু তার স্থান পায়ে । টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে , নুনে কখনাে পােকা ধরেনি , কিন্তু মিষ্টিতে তাে প্রতিদিনই ধরে , পিপড়াও ছাড়েনা । মােমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় , আর মােমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়৷ মানুষ সােজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি । সেজন্যই মদ বিক্রেতাকে কারাে কাছে যেতে হয় না , আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় । আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননিতাে , অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায় !

এইটা আমাদের নিতি