এইটা আমরা বুঝি না


https://cdn.ampproject.org/v0/amp-auto-ads-0.1.js
নুপুরের দাম হাজার টাকা , কিন্তু তার স্থান পায়ে । টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে , নুনে কখনাে পােকা ধরেনি , কিন্তু মিষ্টিতে তাে প্রতিদিনই ধরে , পিপড়াও ছাড়েনা । মােমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় , আর মােমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়৷ মানুষ সােজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি । সেজন্যই মদ বিক্রেতাকে কারাে কাছে যেতে হয় না , আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় । আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননিতাে , অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায় !

এইটা আমাদের নিতি